হবিগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ ধাওয়া পাল্টা ধাওয়া

হবিগঞ্জ প্রতিনিধি
সারাদেশের সাথে হবিগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে দুপুরে শহরের মুসলিম কোয়াটারের সামনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় একে অপরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় দলের ৪/৫জন নেতা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
জানা যায়, রবিবার দুপুরে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা শহরের মুসলিম কোয়ার্টার পয়েন্টে মিছিল ও পিকেটিং করতে থাকে। এসময় জেলা যুবলীগের একটি মিছিল আসলে শুরু হয় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের সময় ৩টি ব্যাটারী চালিত টমটম ভাংচুর করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ আসার আগেই বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে সংঘর্ষের পরপরই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে বিক্ষোভ করতে দেখা যায়। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাই নাই। শহর জুড়ে পুলিশী টহল জোরদার করা হয়েছে।