ঢাকা উত্তর বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

দৈনিকসিলেটডেস্ক
হরতালের মিছিল শেষে ফেরার পথে উত্তর বিএনপির ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. আবদুর রশিদকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
তিনি আদাবর থানার সাবেক যুবদল নেতা ও বর্তমান আদাবর থানা বিএনপির অন্তর্ভুক্ত ৩০নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।
প্রসঙ্গত, বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে শনিবার রাজধানীতে ব্যাপক সংঘাত ও সহিংসতা হয়েছে। পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, যা নয়াপল্টন, পুরানা পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, রাজারবাগ, শান্তিনগর, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার পর থেকে শুরু হয়ে থেমে থেমে তা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মুহুর্মুহু টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জে এসব এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়।
সূত্র:যুগান্তর