বিশ্বকাপ শেষ কুমারার, লঙ্কান দলে ফিরলেন চামিরা
দৈনিকসিলেটডেস্ক
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সময় বাম উরুতে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে এই ডানহাতি পেসারের। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন দুশমন্থ চামিরা।
আগামীকাল সোমবার (৩০ অক্টোরব) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। ওই ম্যাচে কুমারার পরিবর্তে শ্রীলঙ্কা দলে তৃতীয় ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে মাঠে নামবেন সম্প্রতি দলের সাথে যোগ দেওয়া ডানহাতি পেসার চামিরা।
বিশ্বকাপের শুরু থেকেই দলে থাকার কথা ছিল চামিরার। কিন্তু আসর শুরুর একেবারে আগ মুহূর্তে এসে ফিটনেস সমস্যায় পড়েন লঙ্কান পেসার। পেক্টোরাল টিস্যু ছিঁড়ে যাওয়ার কারণে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেনি শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।
পেক্টোরাল ইনজুরির কারণে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ কোয়ালিফায়ারও খেলতে পারেননি চামিরা। কিন্তু গত আগস্টে চোট থেকে সেরে উঠে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি।
গত ১৯ অক্টোবর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে লঙ্কানদের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিয়েছেন চামিরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে আগেই লঙ্কানদের মূল একাদশে জায়গা করে নিয়েছেন ম্যাথিউস। কাঁধের ইনজুরিতে মাথিসা পাথিরানার ছিটকে যাওয়ায় তার পরিবর্তে ম্যাথিউসকে একাদশে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।
এর আগে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে দলে ফিরেছেন চামিকা করুণারত্নে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা। জয় ২টি ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পেয়েছে তারা। হেরেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে। যে কারণে আগামীকালের ম্যাচটি লঙ্কানদের জন্য বিশ্বকাপে টিকে থাকার লড়াই।
শ্রীলঙ্কার বর্তমান বিশ্বকাপ স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটরক্ষক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, দুশমান্থ চামিরা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দিমুথ ওয়াল্লাগে, কাসুন রাজিথা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিলশান মাদুশঙ্কা, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে।