‘ইহুদিদের ধরতে’ রাশিয়ার বিমানবন্দরে শত শত যুবকের তাণ্ডব

দৈনিকসিলেটডেস্ক
রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তান অঞ্চলের প্রধান বিমানবন্দর মাখাচকালায় গতকাল রবিবার সন্ধ্যায় তাণ্ডব চালিয়েছে শত শত ব্যক্তি। ইসরায়েল থেকে ইহুদি যাত্রীদেরখুঁজতে তারা এ তাণ্ডব চালিয়েছে বলে দ্য গার্ডিয়ান ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে স্থানীয়রা ইহুদি অতিথিদের বের করতে একটি হোটেল দখল করে নেয়। এরপর ইসরায়েলের তেলআবিব থেকে ওই শহরে একটি বিমান আসছে- এমন খবরে বিমানবন্দরে তাণ্ডব চালানো হয়। হামলা থেকে বাঁচতে যাত্রীরা বিমানে বা বিমানবন্দরে লুকাতে বাধ্য হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য পরিষেবার কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, শত শত যুবক ফিলিস্তিনের পতাকা হাতে মাখাচকালা বিমানবন্দরের টার্মিনাল ভেদ করে ঢুকে পড়ে। তারা ইসরায়েল বিরোধী শ্লোগান দেন। রানওয়েতে ছোটাছুটি করে এবং বিমানের জানালা ভাঙার চেষ্টা চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার বাধ্য হয়েছে রাশিয়া ওই বিমানবন্দর বন্ধ করে দেয়। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি রাশিয়ার কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। হামাসের দাবি, মাত্র ২০ সেকেন্ডে ইসরায়েলে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেঙে দেশটিতে ব্যাপক তাণ্ডব চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি।
এদিকে হামাসের হামলার জবাবে গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।