অবরোধের প্রথম দিনে দুই বাসে আগুন
দৈনিকসিলেট ডেস্ক :
বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে বন্দরনগরীর ইপিজেড ও বায়েজিদ থানা এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি আগুনই ফায়ার সার্ভিস কর্মীরা নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে।
এদিকে সকালে অবরোধের সমর্থনে মিছিল বের করার সময় মহানগরীর বাকালিয়া এলাকায় জামায়াত-বিএনপির ১০ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাকালিয়া থানার ওসি আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৬টার দিকে ইপিজেড এলাকার সল্টগোলা ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুজন।
এর আগে ভোর পৌনে ৪টার দিকে বায়েজিদ বালুচর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।’ প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, ‘যাত্রীবেশে দুজন বাসে উঠে এবং ইপিজেড এলাকায় চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।’
‘পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে,’ বলেন তিনি।