মৌলভীবাজারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

দৈনিকসিলেটডেস্ক
মৌলভীবাজার কারাগারে আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন মামলার হাজতির সঙ্গে এই মামলার ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন করেছেন কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ সময় জেল সুপার, জেলা প্রশাসকের প্রতিনিধিসহ উভয়পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন হাইকোর্টের নির্দেশে ভিকটিম ও উভয় পরিবারের সম্মতিতে ইসলামী শরিয়াহ মতে বিয়ে হয় তাদের।
জানা যায়, বিয়ের বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাঁওয়ের ছমির আলীর ছেলে রায়হান হোসেন ২০২২ সালের মে মাস থেকে নারী ও শিশু নির্যাতন বিচারাধীন মামলায় কারাগারে আছেন। আর কনে একই মামলার ভুক্তভোগী কুলাউড়া উপজেলার লাবনী আক্তার। তার সম্মতিতে এই বিয়ে হয়েছে।
জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, হাইকোর্টের নির্দেশে আসামি মো. রায়হানের সঙ্গে ভিকটিম লাবনী আক্তারের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়েছে জেলা কারাগারে।