ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
‘ যুদ্ধ প্রসারিত হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে’

দৈনিকসিলেটডেস্ক
ইরানের রাজনীতিবিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় যে যুদ্ধ চলছে তা যদি আরও প্রসারিত হয় তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আলী বাগেরী-কানি এই মন্তব্য করেন। ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর ইসরায়েল পাল্টা হামলা শুরু করে, যা এখনো চলছে।
বাঘেরি কানি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের অভিযানকে জায়নবাদী শাসকের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় একটি ভূমিকম্প বলে বর্ণনা করেছেন।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, ইহুদিবাদী ইসরায়েলি সেনারা চলমান আগ্রাসনে গাজা ভূখণ্ডে ১৮ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, দখলদার বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের ফলে ১০ হাজার মানুষ নিহত অথবা নিখোঁজ হয়েছে। গাজার সরকারি অফিস বলছে, উপত্যকার প্রতি কিলোমিটারে এ পর্যন্ত গড়ে ৫০ টন বিস্ফোরক ফেলা হয়েছে।
গত সপ্তাহে হামাস বলেছিল, আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েল ১২ হাজার টনের বেশি গোলাবারুদ ফেলেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে ফেলা আণবিক বোমার শক্তির চেয়ে বেশি শক্তিসম্পন্ন।
ইসরায়েলের এই লাগাতার বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞকে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে।
সূত্র: প্রেসটিভি