সিলেটে ছাত্রলীগ-বিএনপি-জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া আটক ৫

বন্দরবাজারে ছাত্রলীগ ও বিএনপি-জামায়াততের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেটে হরতালে উত্তাপ ছড়িয়ে পড়ে। পুলিশ লালবাজার থেকে ৫ জনকে আটক করে কোতয়ালি মডেল থানায় নিয়ে যায়।
বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেটের সামনে আসেন। হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের একটি মিছিল অন্যদিক থেকে আসলে মুখোমুখি অবস্থায় পড়ে যায়। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সাথে এসে মিলিত হলে তাদের ধাওয়ার মুখে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন অলিগতিতে ঢুকে যায়। বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ৫জন আটকের বিষয় স্বীকার করে দৈনিকসিলেটডটকমকে বলেন বলেন, আটককৃতদের যাচাই বাচাই করা হচ্ছে। কেউ নিরপরাধ হলে তাকে ছেড়ে দেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন