বাহুবলে ৩শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা: গ্রেফতার ৪
হবিগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন সুমন
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপি আওয়ামীলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬৫ নেতাকর্মী নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০জনকে আসামী করে পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাহুবল থানার এসআই মুকসেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বাহুবল থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সংঘর্ষে পুলিশ, উভয় দলের নেতাকর্মী ও পথচারীসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এর মধ্যে আশঙ্কা জনক অবস্থায় শাহ আলম নামে পুলিশের এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তারা মিয়াকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষ নিয়ন্ত্রনে পুলিশ দেড়শ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাজারে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করে। এ সময় শান্তি সমাবেশে পাহারায় থাকা আওয়ামীলীগের নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়।
সংঘর্ষের সময় পুরো মিরপুর বাজার এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক। খবর পেয়ে পুলিশ দেড়শ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।