আজমিরীগঞ্জে পানিতে ডুবে বাক প্রতিবন্ধীর মৃ ত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে হেনা আক্তার (১৫) নামে মানসিক ও বাক প্রতিবন্ধী এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শান্তিপুরে এই ঘটনা ঘটে।
মৃত হেনা আক্তার শান্তিপুর গ্রামের আফসর মিয়ার মেয়ে।
পুলিশ ও হেনার পারিবারিক সুত্রে জানা যায়, হেনা আক্তার জন্মের পর থেকেই মানসিক ও বাক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার সন্ধার পর হেনাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। বুধবার সকাল সাড়ে দশটায় বাড়ির পিছনে একটি ডোবাতে হেনার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে হেনার মরদেহ উদ্ধার করে।
শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে দশটায় খবর পেয়ে আমরা ঘঠনাস্থল পরিদর্শন করি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।