নবীগঞ্জে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের দুই অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার( ৩১অক্টোবর) তারিখ দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩ টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত্য আজিম উদ্দিনের পুত্র মোঃ মিনার মিয়া(৩৫), ও মান্দারকান্দি গ্রামের সুন্দর আলীর পুত্র রুহেল মিয়া (৩১), একাধিক ডাকাতি মামলার আসামী।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০/১০/২৩খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া দুর্ধর্ষ ডাকাত নবীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-২৪/১০/২০২৩খ্রিঃ,ধারা-৩৯৯
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।