পুলিশ সদস্যদের জন্যে আবারও ফ্রি হেলথ ক্যাম্প

সিলেট জেলা পুলিশের তত্ত্বাবধানে এ বছর দ্বিতীয়বার পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার, ৩ নভেম্বর দু’দিনব্যাপী এই ফ্রি হেলথ ক্যাম্পের প্রথম দিনেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা গ্যাস্ট্রোলজি, কিডনি ও ক্যান্সার রোগ সংক্রান্ত স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
সিলেট জেলা পুলিশের তত্ত্বাবধানে সিলেট বিভাগের ১৩টি ইউনিটের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শনিবারও এ স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট প্রথম ফ্রি হেলথ ক্যাম্পেটির আয়োজন করা হয়। তাতে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে গাইনী বিষয়ে ১৭৭ জন, অর্থোপেডিক বিষয়ে ২০০ জন ও কার্ডিওলজি বিষয়ে ৯৬ জন চিকিৎসা নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন