সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চীতে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হয়েছে হাজী তেরা মিয়া মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৩।শনিবার ৪ নভেম্বর উপজেলার কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী,সিলেট জেলা পরিষদ সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক,বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর নুর,সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বেবী কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহিবুর রহমান সুইট,কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আজিজুল হক, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম,স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রুপ,কামরুজ্জামান মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াহাব আলী, রিয়াজ উদ্দিন,ফয়সল আহমদ,হুসনা বেগম, আব্দুল কাইয়ুম,আব্দুল মুকিত,লাহিন নাহিয়ান, আবুল বসরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।