শিক্ষাকে নিজের জীবনের বাস্তবতার সাথে কাজে লাগাতে হবে: হোসেন জিল্লুর রহমান
তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্রাকের চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান বলেন, শিক্ষা শুধু অর্জন করলে হবেনা। শিক্ষাকে নিজের জীবনের বাস্তবতার সাথে কাজে লাগাতে হবে। শিক্ষাকে জীবনের জন্য অর্জন করতে হবে। আমাদের অনেক দুর যেতে হবে। তাই সময়ের সাথে প্রতিযোগীতা করে টিকে থাকতে হবে।
তিনি শনিবার (৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষের মনুষত্ব তৈরীর কার কারখানা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাদানের পাশাপাশি তাদের ভিতর মনুষত্ব তৈরী করে। বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই বর্তমান প্রজন্মকে মৌলিক শিক্ষার মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে এগিয়ে যেতে হবে। আহবায়ক ত্রিলোক কান্তি চৌধুরী বিজনের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব জালাল আহমেদ, জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বিটিআরসি’র কমিশনার সৈয়দ মোঃ দিলজার হোসেন, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, নাট্যকার ঝুনা চৌধুরী প্রমুখ। এর আগে সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।