নবীগঞ্জে অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ, পুলিশ ও আনসার হত্যাসহ অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সোমবার (৬ নভেম্বর) সকালে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম রায় এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, হেলাল আহমদ, আব্দুল কাদির, মুহিবুর রহমান, আব্দুল মতিন, মিজানুর রহমান, অঞ্জন পুরকায়স্থ, এটিএম সালাম, বাবুল দাশ, প্রানেশ দেব, মদন শীল, জিলা মিয়া, উৎফল চৌধুরী পান্না, সৈয়দ জাহির আলী প্রমুখ।