চুনারুঘাটে লম্পটের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মা আহত
চুনারুঘাটে লম্পট দের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে এক স্কুল ছাত্রীর মা।
আহত স্কুল ছাত্রীর মা রাজিয়া আক্তার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
অভিযোগের বিবরণীতে জানা যায় ৮ নভেম্বর রোজ বুধবার সময় সকালে বিবাদী ছাদ্দাম মিয়া (৩০), মোঃ মহরম আলী (৪০)
আমার বাড়ির ঘরে এসে পূর্বপরিকল্পিতভাবে শীলতাহানি উদ্দেশ্যে আমার কাছে এসে কু বাক্যালাপ করে। আমি উক্ত বিষয়ে প্রতিবাদ করিলে বিবাদীগণ আমাকে হাত ধরে ঘরে আবদ্ধ করার চেষ্টা করিলে আমার মেয়ে ঝরনা আক্তার (১৫) উক্ত বিষয়টি দেখিয়া আটকানোর চেষ্টা করে। আমাকে এবং আমার মেয়েকে ধাক্কা দিয়া মাটিতে ফেলিয়া দেয়। আসামিরা আমার মেয়েকে আটকে রেখে আমার উপর ঝাপিয়ে পড়ে এবং আমাকে বিবাদীগণ লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।