কোম্পানীগঞ্জে ‘আল্লার দান ডাক্তারখানা’ চেম্বারের উদ্বোধন
কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আল্লাহর দান ডাক্তারখানা’ চেম্বারের উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩ টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার পয়েন্টে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে মনোরম পরিবেশে রোগীদের সেবায় চেম্বার এর শুভ উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ‘আল্লাহর দান ডাক্তারখানা’ এর পরিচালক ডাঃ মোঃ লোকমান হাকিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া। উদ্বোধনী দিন হিসেবে সারাদিন ফ্রি রোগী দেখেন ডাঃ মোঃ লোকমান হাকিম৷ বাদ জুমআ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, ১ নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও ভাটরাই স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ঠান্ডা স্যার, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কোছাপের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর রায়, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামীলীগ এর সভাপতি নাসরিন জাহান ফাতেমা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, কোম্পানীগঞ্জ যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, সাংবাদিক আবুল হোসেন, আবিদুর রহমান, তারিকুল ইসলাম, সোহরাব আহমদ, আব্দুল হান্নান, ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মারজান উদ্দিন, প্রচার সম্পাদক লবীব আহমদ, কার্যকরী সদস্য ডা. আব্দুল আউয়াল, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ, সদস্য রায়হান, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল, ইয়ামিন, রাসেল, বশর, জুবায়ের, ফয়সাল, আবু উবায়দা, অর্পন, নুর ইসলাম, কবির, রিপন, মামুন, রাসেল ও কোম্পানীগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোম্পানীগঞ্জে এই প্রথম বৃহৎ পরিসরে, মনোরম পরিবেশে রোগীদের সেবায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশ্বমানের সেবা চালু করায় রোগীগণ চিকিৎসা সেবা নিতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং উন্নত সেবা পাবেন বলে আশা করেন রোগী ও উপস্থিত সকল অতিথিরা।