জামালগঞ্জে বঙ্গবন্ধু ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে বঙ্গবন্ধু ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলার সাচনা বাজারের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রেন্টু সরকারের সভাপতিত্বে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সর্বসম্মতিক্রমে জামালগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মো. জসিম উদ্দিনকে আহবায়ক এবং ৬ জনকে যুগ্ন আহ্বায়ক ও ৩ জনকে সদস্য করে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়। যুগ্ন আহ্বায়ক পদে নির্বাচিত করা হয় সাবেক ছাত্রলীগ নেতা মো. বুরহান আল আজাদ, মো. দেলোয়ার হোসেন, রেন্টু সরকার, এড. মনি শংকর পাল, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মো. আব্দুল খালেক ও কাশেম আখঞ্জী। এছাড়াও সদস্য তিন জন হলেন, আবুু তাহের তালুকদার, রাজিব রায়, আবু সালেহ।
বঙ্গবন্ধু ক্লাব প্রতিষ্ঠার উদ্দেশ্য কি জানতে চাইলে আহ্বায়ক মো. জসিম উদ্দিন তালুকদার বলেন, বর্তমান সরকারের উন্নয়নের বার্তা প্রতিটি জনগণের দৌড়গোড়ায় পৌঁছানো। এবং বর্তমান সময়ে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতেই এই কমিটি গঠন করা হয়েছে।