সিলেটসহ সারাদেশে ফের ৪৮ ঘণ্টার অ ব রো ধ চলছে
দৈনিকসিলেটডেস্ক
সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার সিলেটসহ দেশব্যাপী অবরোধ শুরু করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক জোট ও দলগুলো। একই কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চতুর্থ দফার এই অবরোধ সফলে প্রস্তুতি নিয়েছে দলগুলো। মাঠপর্যায়ের নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিয়েছেন দায়িত্বশীল নেতারা। শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।
গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি। এরপর টানা তিন দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা ও জামায়াতে ইসলামী। পরে দ্বিতীয় ও তৃতীয় দফায় পৃথকভাবে ফের ৪৮ ঘণ্টার একই কর্মসূচি পালন করে। সর্বশেষ দফার অবরোধ শুক্রবার ভোর ৬টায় শেষ হয়।
নতুন কর্মসূচি সফলে সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু শেখ হাসিনার নির্দেশে বিরোধী দলের আন্দোলন প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী সন্ত্রাসীরা যানবাহনে আগুন দিচ্ছেÑ তাণ্ডব চালাচ্ছে।’
রিজভী বলেন, ‘মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে চাইলে, পরিবার বাঁচাতে চাইলে, দেশ বাঁচাতে চাইলে, বিরোধী দলের ডাকা প্রতিটি কর্মসূচি যে কোনো মূল্যে সফল করতে হবে। ত্যাগ-কষ্ট কোনোদিন বৃথা যাবে না। গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত। ফ্যাসিবাদ পরাজিত হবেই হবে।’
এ ছাড়া গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। পৃথক বিবৃতিতে একই আহ¦ান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদও এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফলের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।
রাজধানীতে তিন বাসে আগুন : বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফায় অবরোধ শুরুর আগেই রাজধানীতে ৩টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বাসে অগ্নিসংযোগের বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এ ছাড়া গাবতলী এক্সপ্রেস পরিবহনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানান তিনি।
অন্যদিকে, এ দিন রাত ৯টায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে যায়।