শাবিপ্রবিতে গাড়ি পার্কিং জোনের উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর গাড়ি রাখার সমস্যা নিরসনে ২ টি পার্কিং জোনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) সকালে শিক্ষাভবন ‘ডি’ ও ‘সি’ এর সামনে নবনির্মিত এ পার্কিং জোন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, পার্কিং জোন স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের গাড়ি পার্কিংয়ের জন্য ক্যাম্পাসে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। মাত্র ১০ লাখ টাকা খরচে সৌন্দর্য বর্ধন ও কাজের গুণগত মান বজায় রেখে এ পার্কিং জোনের কাজ সম্পূর্ণ করা হয়।
তিনি আরো বলেন, এ পার্কিং জোনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটা জায়গায় অবকাঠামোগত উন্নয়নের চাপ দেখা যাচ্ছে। এভাবে সামনে বিশ্ববিদ্যালয়ের সকল স্থাপনায় স্বচ্ছতা ও কাজের শতভাগ গুণগত মান বজায় রেখে সংশ্লিষ্ট সকলের প্রতি কাজ করার আহ্বান করেন তিনি।
অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. কবির হোসেন বলেন, ভবনগুলোর সামনে এলোমেলোভাবে গাড়ি রাখার ফলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হতো। এ বিষয়টি জরুরি বিধায় আমরা সরকারী আইন মেনে ডিসিএম পদ্ধতিতে এ কাজ করেছি।
তিনি বলেন, আন্তরিকতা থাকলে কাজের গুণাগুণ বজায় রেখে ভালো কাজ করা যায়। এ পার্কি স্থান নির্মাণ এর একটি উদাহরণ। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর, হিসাব দপ্তর, স্থাপত্য বিভাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ সংশ্লিষ্ট সবার দিকনির্দেশনায় এ কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি।
এসময় পার্কিং স্থান নির্ধারণ ও নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফয়সল আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, রেজিস্ট্রার মো. ফজলুর রহমানসহ, বিভাগীয় প্রধান, দপতর প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১০ লাখ টাকা খরচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ও ‘ই’ এবং প্রশাসনিক -১ ও ২ এর সামনে মোট সাতটি পার্কিং জোন নির্মাণ করা হচ্ছে। এরমধ্যেই শিক্ষাভবন ‘সি’ ও ‘ডি’ সামনে স্থাপিত পার্কিং জোনের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকিগুলো ক্রমান্বয়ে নির্মাণ সম্পূর্ণ হওয়ার মাধ্যমে উদ্বোধন করা হবে।