সাংবাদিকদের সাথে মতিউর রহমান’র মতবিনিময়
বালাগঞ্জ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যস্থ শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলহাজ্ব মতিউর রহমান শাহীন গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন।
২০১৪সালে দশম, ২০১৮সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও এই আসনে বিগত উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে, মনোনয়ন না পেলেও দলীয় প্রধানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতে কাজ করেছেন বলে তার কমী-সমর্থকেরা জানিয়েছেন। জানা গেছে, রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি নিজ উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তার প্রয়াত পিতা-মাতার নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত ‘এসএম মেমোরিয়াল ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠন থেকে বিভিন্ন ধর্মীয় উৎসবে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলাতে পৃষ্টপোষকতা, দেশের যে কোনো দুর্যোগকালিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত প্রসারিত করা, হত দরিদ্র মানুষদের শিক্ষা-চিকিৎসায় সহায়তা দেয়াসহ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তিনি।
এছাড়া, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব (আন্তর্জাতিক), বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক, শেখ রাসেল ক্রীড়া চক্র বালাগঞ্জ ও বালাগঞ্জ ফুটবল একাডেমির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দেশ-বিদেশের ক্রীড়া-শিক্ষা সংগঠন ও বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন। সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান শাহীনের ছাত্র থাকাকালিন সময়ে রাজনীতির হাতেখড়ি। তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থাকায় পিতার দেখানো পথ অনুসরণ করে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সহায়ক ভূমিকা পালন করেন। পারিবারিকভাবে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর সেখানকার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সময়ে বাঙালি কমিউনিটির স্বার্থ আদায়ে যৌক্তিক আন্দোলনে শামিল হন।
সেখানকার রাজনৈতিক সংগঠন ‘লেবার পাটির’ সাথে যুক্ত থাকলেও জাতির পিতার সোনার বাংলাকে জননেত্রী শেখ হাসিনা ষোষিত ক্ষুদা দারিদ্রমুক্ত ডিজিটাল বিনির্মাণের লক্ষ্যে দেশের রাজনীতির সাথে ফের সক্রীয় হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি। এদিকে, সিলেট-৩ আসনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মতিউর রহমান শাহীন ১৩নভেম্বর তার নিজ বাসভবনে বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রার্থীতা ঘোষণা করে তিনি বলেন, সিলেট-৩ (বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা) সংসদীয় আসনে দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। দলীয় মনোয়ন পেতে দলের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় নীতি নির্ধারকদের কাছে মনোনয়ন চাইবো। জাতীয় সংসদের ২৩১নং আসনে এবার দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে, আপনাদের স্বার্থ হাসিলে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করবো। আপনাদের পরামর্শে এলাকার উন্নয়ন আরো বেগবান করতে সচেষ্ট থাকবো। এ লক্ষ্যে তৎকালীন সময় থেকে এখনো আমি সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছি। যা এখনো অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমি একজন সাবেক ক্রীড়াবিদ। ঐতিহ্যবাহী বালাগঞ্জ আবহানী ক্রীড়া চক্রের একজন সক্রিয় সদস্য থাকার সুবাদে এতদাঞ্চলে আমার বিচরণ ছিল সর্বদা।
আমি দেশ-প্রবাসে ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে আসছি। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১সালে আমার প্রয়াত পিতা যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার ও স্বপ্ন ২০৪১-এ উন্নত বাংলাদেশ বিনির্মাণই হবে আমার কর্মপরিকল্পনার মূল চাবিকাটি। এলাকার উন্নয়ন ও সেবাধর্মী কাজের মধ্যে উল্লেখিত খাতগুলোকে অগ্রাধিকার বিবেচনায় কাজ করার চেষ্টা করবো। উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন কর্ম-পরিকল্পনার বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের তিনি বলেন, এলাকা ভিত্তিক উন্নয়নে আমার পরিকল্পনা রয়েছে।
এর অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক শিক্ষার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কারিগরি শিক্ষার প্রসার, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের সমন্বিত উন্নয়ন, নারী উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধ, সকল ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার-উন্নয়ন ও আধুনিকায়ন, যুব সমাজের উন্নয়ন, তথ্য প্রযুক্তি সেবা সম্প্রসারণও সহজীকরণ, বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, ঐহিত্যবাহি শীতল পাটি, ক্ষুদ্র-কুটির শিল্পের আধুনিকায়নসহ, সাহিত্য- সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবো। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে সাথে নিয়ে এলাকা ভিত্তিক সমস্যার সমাধান ও এলাকা ভিত্তিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবো। মতবিনিময়কালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাব উদ্দিন শাহীন, রজত চন্দ্র দাস ভূলন, জিল্লুর রহমান জিলু, হুসাইন আহমদ, শামীম আহমদ, আব্দুল কাদির, এসএম হেলাল, আবুল কাশেম অফিক, আবুল হোসেন ইমন, রাজিন আহমদ, জাকির হোসেন, তারেক আহমদ প্রমুখ।