পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

দৈনিকসিলেটডটকম
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপির সঙ্গে দেখা করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ সোমবার (১৩ই নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রনালয়ে ড. মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রীও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেট নগরের উন্নয়নে ১৪শ’ ৫৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন লাভ করায় মেয়র কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিসিকের নাগরিক সমস্যাগুলো সমাধান ও বসবাসের জন্য একটা আদর্শ নগরী গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য গত ৭ নভেম্বর মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন এসময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন।
২১ জুন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছিলেন ৫০ হাজার ৮৬২ ভোট। নির্বাচনে ভোট পড়েছিলো ৪৬ দশমিক ৭১ শতাংশ।