জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের (বৌলাই নদীর) উত্তর পাড়ে অস্থায়ী বাজারে প্রায় ৩ শতাধিক মানুষ স্থায়ী বাজারের দাবিতে এই মানববন্ধন করেন। জানাযায়, বেহেলী ইউনিয়ন পরিষদের জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে স্থায়ী বাজার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীর উত্তর পাড়ে অস্থায়ী বাজারে প্রায় ৩ শতাধিক মানুষ স্থায়ী বাজারের দাবিতে এই মানববন্ধন করেন। জানাযায়, বেহেলী ইউনিয়ন পরিষদের বৌলাই নদীর উত্তর পাড় বেহেলী গ্রাম সংলগ্ন প্রায় সাড়ে তিন একর জায়গার উপর দীর্ঘ দিন যাবত অস্থায়ী (ষান্মাসিক) হাট বাজার চালিয়ে আসছেন স্থানীয় ব্যবসায়ীরা। বর্ষাকালে পানির নিচে তলিয়ে যাওয়ার কারনে ব্যবসায়ীরা একেবারে বেকার হয়ে পড়েন। তখন ক্রেতাদের কোনো কিছু কেনাকাটার প্রয়োজন পড়লেই যেতে হয় উপজেলার ৮ কিলোমিটার দূরে সাচনা বাজারে। এতে চরম ভোগান্তিতে পড়েন ১২ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। কিন্তু একটি কুচক্রীমহল গোচারণ ভূমির অযুহাতে বাজারটিকে স্থায়ী করার উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্ত করছে। বাজারটি ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে দীর্ঘদিন যাবত। মানববন্ধনে অংশ নেন, ইসলামপুর, শিবপুর, চন্ডিপুর, রাধানগর, রহমতপুর, বেহেলী মশলঘাট, তিলকই, নতুন মশলঘাট, হরিনগর ও বাঘানী গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামপুর গ্রামের মো. রইছ উদ্দিন, রাধানগর গ্রামের মো. আশাদুর রহমান, আবছার উদ্দিন, শিবপুরের সুরুজ্জামাল, বেহেলীর রানুপাল, ঝুনু পাল, মশলঘাটের ভজন দাস, নতুন মশলঘাটের আব্দুল জলিল।
এসময় বক্তারা বলেন, বেহেলী ইউনিয়নে উল্লেখযোগ্য তেমন কোনো বাজার নেই। বিশেষ করে নদীর উত্তর পাড়ের প্রায় ১২ থেকে ১৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি অস্থায়ী বাজারটিকে স্থায়ী করার জন্য। এছাড়াও তাঁরা বলেন, এই ইউনিয়নের মানুষ মৎস্য ও কৃষি নির্ভর। এখানে মাছ ও বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন, কিন্তু রাস্তাঘাট ও স্থায়ী বাজার না থাকায় দীর্ঘ বছর যাবত তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা সরকারের কাছে এই বাজারটিকে বারোমাসি বাজার করার জোড় দাবি জানান। উত্তর পাড় বেহেলী গ্রাম সংলগ্ন প্রায় সাড়ে তিন একর জায়গার উপর দীর্ঘ দিন যাবত অস্থায়ী (ষান্মাসিক) হাট বাজার চালিয়ে আসছেন স্থানীয় ব্যবসায়ীরা। বর্ষাকালে পানির নিচে তলিয়ে যাওয়ার কারনে ব্যবসায়ীরা একেবারে বেকার হয়ে পড়েন। তখন ক্রেতাদের কোনো কিছু কেনাকাটার প্রয়োজন পড়লেই যেতে হয় উপজেলার ৮ কিলোমিটার দূরে সাচনা বাজারে। এতে চরম ভোগান্তিতে পড়েন ১২ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। কিন্তু একটি কুচক্রীমহল গোচারণ ভূমির অযুহাতে বাজারটিকে স্থায়ী করার উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্ত করছে।
বাজারটি ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে দীর্ঘদিন যাবত। মানববন্ধনে অংশ নেন, ইসলামপুর, শিবপুর, চন্ডিপুর, রাধানগর, রহমতপুর, বেহেলী মশলঘাট, তিলকই, নতুন মশলঘাট, হরিনগর ও বাঘানী গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামপুর গ্রামের মো. রইছ উদ্দিন, রাধানগর গ্রামের মো. আশাদুর রহমান, আবছার উদ্দিন, শিবপুরের সুরুজ্জামাল, বেহেলীর রানুপাল, ঝুনু পাল, মশলঘাটের ভজন দাস, নতুন মশলঘাটের আব্দুল জলিল। এসময় বক্তারা বলেন, বেহেলী ইউনিয়নে উল্লেখযোগ্য তেমন কোনো বাজার নেই। বিশেষ করে নদীর উত্তর পাড়ের প্রায় ১২ থেকে ১৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি অস্থায়ী বাজারটিকে স্থায়ী করার জন্য। এছাড়াও তাঁরা বলেন, এই ইউনিয়নের মানুষ মৎস্য ও কৃষি নির্ভর। এখানে মাছ ও বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন, কিন্তু রাস্তাঘাট ও স্থায়ী বাজার না থাকায় দীর্ঘ বছর যাবত তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা সরকারের কাছে এই বাজারটিকে বারোমাসি বাজার করার জোড় দাবি জানান।