তাহিরপুরে ২৯ প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ বিতরণ
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২হাজার ৯ শত প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজন বিতরণ অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিস আসাদুজ্জামান আসাদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুবলীগ নেতা আবুল কাশেম, সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহসহ উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা জানান,২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকগন এই বীজ নিয়ে সঠিক ভাবে চারা উৎপাদন করে সফল হবেন।