পাঁচ নালিয়া বাঁধ রক্ষায় বাঁধেই হবে গ্রামীণ বাজার

তাহিরপুর প্রতিনিধি
প্রতি বছরেই হাওর রক্ষা করতে গিয়ে পাচঁনালিয়া বেড়ী বাঁধে লাখ লাখ টাকা খরচ করে পানি উন্নয়ন বোর্ড৷ এরপরও ঝুঁকির মুখে থাকে বাঁধটি। হাজার হাজার কৃষক পরিবার চিন্তায় থাকেন কখন জানি বাঁধ ভেঙে তলিয়ে যায় কষ্টে ফলানো এক ফসলী বোরো ধান।
পাচঁনালিয়া বেড়ী বাধঁটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামে পাশে অবস্থান।
সেই বাঁধটি স্থায়ী ভাবে রক্ষায় বাঁধের পাশেই এবার গ্রামীণ বাজার করার সিদ্ধান্ত নিয়েছে বড়দল গ্রামবাসী। তারা কয়েকদফা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার দুপুরে বড়দল হিফজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় বড়দল বাজার বাস্তবায়নের লক্ষে গ্রামবাসীর উপস্থিতে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীন মুরুব্বি এনামুল হক তালুকদার।
সভায় বড়দল পাচঁনালিয়া বেড়ী বাধঁ সংলগ্ন সরকারী খাস ভুমিতে বড়দল বাজার নামে বাজারের নামকরণ করা হয়। বাজার বাস্তবায়নের জন্য গ্রামবাসী ১৫সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।
বড়দল গ্রামে বাসিন্দা শামিম মিয়া, জহির উদ্দিনসহ অনেকেই জানান,বড়দল গ্রামের বসবাসকারী মানুষের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রিই ক্রয় করতে সহজ হবে৷ বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে কষ্ট করে পায়ে হেটে যেতে হবে না কয়েক কিলোমিটার দূরে কাউকান্দি বাজার না হলে তাহিরপুর উপজেলা সদরের বাজারে।
বড়দল বাজার নির্মাণের উদ্যোগতা ও আ,লীগ নেতা সাঞ্জব উস্তার জানান,পাচঁনালিয়া বেড়ী বাঁধে প্রতি বছরেই অর্ধকোটি টাকার বেশী বরাদ্দ দিতে হয় সরকারকে। এরপরও ঝুঁকি মুখে থাকতে হয়। তাই বাঁধটি স্থায়ী ভাবে রক্ষার উদ্যোশে বাঁধ সহ বাঁধের পাশে সরকারী খাস জায়গায় বাজার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজারটি হলে একদিকে প্রতি বছর কোনো বরাদ্দ লাগবে না অন্যদিকে এলাকার বেকার যুবকরা ব্যবসা করতে পারবে। তবে বাজারটি নির্মান করতে মাটি বরাটের জন্য সরকারী বরাদ্দ পেলে বাজারটি করতে সহজ হবে।