কিস্তি ক্রেতার মৃত্যুতে পরিবারকে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা
রাসেল মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশে শতাধিক কিস্তি ক্রেতা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও প্রযুক্তি পণ্য বিক্রয় এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন প্লাজা’।এর পাশাপাশি কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকের বাকি কিস্তির টাকাও মওকুফ করে দিয়েছে ওয়ালটন প্লাজা।
দেশব্যাপী চলমান ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় কিস্তি ক্রেতা গ্রাহক ও পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কিস্তিতে পণ্য ক্রয় করার পর কোনো গ্রাহক ও তাঁর পরিবারের সদস্যের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ওয়ালটন প্লাজা থেকে এই আর্থিক সহায়তা পেয়েছে সুরক্ষা কার্ডধারী গ্রাহকের পরিবারগুলো।
১৪ই নভেম্বর ওয়ালটন প্লাজা সরকার বাজার একটি অনুষ্ঠান এর মাধ্যমে ক্রেতার পরিবারের হাতে এই সহায়তা হস্তান্তর করে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা সেকশন,সিলেট সাউথ ডিভিশনের আর.এস.এম মো: দেলোয়ার হোসেন ও আর.সি.এম মো:নাজমুল হোসেন অনিক। আর.এস. এম মো, দেলোয়ার হোসাইন বলেন, ‘শুধু মুনাফা অর্জনই ওয়ালটন প্লাজার লক্ষ্য নয়, গ্রাহকদের হাতে সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সুবিধা প্রদানেও প্রতিশ্রুতিবদ্ধ ওয়ালটন প্লাজা। এরই পরিপ্রেক্ষিতে চালু করা হয়েছে ‘‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’’। আর্থিক সহায়তা গ্রহণের অপেক্ষায় রয়েছে আরও বেশ কিছু গ্রাহকের পরিবার।’ তিনি জানান, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বে একমাত্র ওয়ালটনই কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের এমন সুরক্ষা ও সুবিধা প্রদান করছে। ক্রেতাদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই এ কার্যক্রম চালাচ্ছে ওয়ালটন প্লাজা। এতে একদিকে ওয়ালটন প্লাজার সুনাম ও ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে, অন্যদিকে সাধারণ গ্রাহক পরিবারগুলোও উপকৃত হচ্ছেন।
ওয়ালটন প্লাজা সরকার বাজারের ম্যানেজার মো: সুয়েদুর রহমান রুবেল জানান, ক্রেতাদের বাড়তি সুবিধা দেওয়ার উদ্দেশে যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হয়। কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ২৫ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ি কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে দেওয়া হচ্ছে। এরই মধ্যে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটন প্লাজার এই সুরক্ষানীতি।
ওয়ালটন প্লাজা থেকে সম্প্রতি আর্থিক সহায়তা গ্রহণ করেছেন ফাইমা বেগম সহায়তার পরিমাণ ২৫,০০০ হাজার টাকা, গ্রাম, শ্রীধরপুর, ২নং মনুমুখ ইউনিয়ন, মৌলভীবাজার সদর।
এছাড়াও বাজার কমিটির সাধারণ সম্পাদক দিলদার মিয়া উপস্থিত ছিলেন।