বড়লেখার প্রবীণ রাজনীতিবিদ ডা: প্রণয় কুমার দে’র পরলোকগমণ
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং বড়লেখা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা প্রণয় কুমার দে (বলাই ডাক্তার) (৮৯) মঙ্গলবার ভোর ছয়টায় পৌরশহরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। বেলায় দু’টায় পারিবারিক শ্মশানঘাটে তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার দে’র মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন