বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ‘ফখর’ ডাকাত গ্রেফতার
বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ফখরুল ইসলাম ওরফে ফখর ড্রাইভার নামে পরোনায়ানাভুক্ত পলাতক ডাকাত আটক হয়েছে।
বুধবার দিবাগত রাত দেড়টায় দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ফখরুল ইসলাম ওরফে ফখর ড্রাইভার উপজেলার দুবাগ ইউনিয়নের বাঙ্গালহুদা গ্রামের আছাব উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল ইয়াহিয়া আল মামুন এর তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব দেবদুলাল ধর এর নির্দেশনায় বিয়ানীবাজার থানার এসআই শিমুল রায়, এএসআই গোলাম মোস্তফা, এএসআই মোহাম্মদ আলীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক ডাকাত ফখরুল ইসলাম ওরফে ফখর ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, গ্রেপ্তারকৃত আসামীকে পুলিশি স্কটে বুধবার সকালে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।