শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।
আজ বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)। আহত দুজন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এতে সিএনজির চালক ও ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়। এতে আশঙ্খাজনক অবস্থায় সিএনজি চালককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অপর দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।