তফসিল ঘোষণায় জামালগঞ্জ উপজেলা আ’লীগের আনন্দ মিছিল

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সুনামগঞ্জের জামালগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ আনন্দ মিছিলের আয়োজন করেন।
এর আগে সন্ধ্যা হতে উপজেলার সর্বস্তরের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেঁধে স্লোগানে স্লোগানে উপজেলার সাচনা বাজারের দলীয় কার্যালয়ে এসে জমায়েত হন। তফসিল ঘোষণার পরপরই জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আনন্দে ও শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে পুরো কার্যালয়।
এসময় মিছিলটি সাচনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি বাবু দ্বিজেন্দ্র লাল দাস, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিত রায় চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, আওয়ামী লীগ সদস্য ফারুক মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ নাজেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনফর আলী টুকু, ছাত্রলীগ আহ্বায়ক মিহির সরকার, যুগ্ম আহ্বায়ক রিফাত শাহরিয়ার ফাহিম প্রমুখ।