তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তাহিরপুরে আনন্দ মিছিল
তাহিরপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর তাহিরপুর উপজেলার সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল বের করেন তারা।
তাহিরপুর সদর পশ্চিম বাজার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, মৎস্যজীবীলীগ সভাপতি আলম জিলানী সোহেল, আওয়ামী লীগ নেতা জোসেফ আখঞ্জি, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সহ সভাপতি জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুর রহমান, লুৎফুর রহমান সোহাগ, মোছাব্বির মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসমাউল হাসান, সাধারণ সম্পাদক নাজুমল হাসান ইমন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ জনি প্রমুখ।