হবিগঞ্জে তফসিল ঘোষণার পরপরই গাড়ী ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া

হবিগঞ্জ প্রতিনিধি

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের তিনকোণা পুকুরপাড় ও সবুজবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রতিবাদে শহরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে।
স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরপরই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় জেলা যুবলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। মুহুর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি প্রাইভেট কার ও টমটম অটোরিক্সা ভাংচুর করে দূর্বৃত্তরা। আতংকে সাধারণ মানুষ দিকবেদিক ছুটা ছুটি করেন। ঘটনার সময় বেশ কয়েকটি ককটেল ও গুলির আওয়াজ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিএনপি নেতারা বলছেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালিয়েছে।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বলছে, আমাদের শান্তিপূর্ণ আনন্দ মিছিলে বিএনপি নগ্ন হামলা চালিয়েছে। তারা সাধারণ মানুষের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। তারা এই নগ্ন হামলা করে নির্বাচন বানচাল করতে পারবেনা। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে। গাড়ী ভাংচুরের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন