আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দৈনিকসিলেট ডেস্ক :
বিশ্বকাপ বাছাই ফুটবলে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। প্রথম ম্যাচেই জামাল ভূঁইয়ারা মাঠে নামছে বিশ্বকাপে নিয়মিত খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, হাসান মুরাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন , কাজী তারিক রায়হান, জামাল ভূঁইয়া, মো. হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন