আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন এর নেতৃত্বে আনন্দ মিছিল
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা৷ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজারে বৃহস্পতিবার বিকেলে মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও বালিজুরী ইউনিয়ন পরিষদের নন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাদ হোসেন এর নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আজাদ হোসেন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
নৌকায় ভোট প্রদানের জন্য আহবান জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ূন কবির, বালিজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।