সুরেজা বেগম ফাউন্ডেশন প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা শনিবার
সমুজ আহমদ সায়মন
সিলেটের ওসমানী নগরে সুরেজা বেগম ফাউন্ডেশন প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর ২০২৩ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার পশ্চিম পৈলন পুর ইউনিয়নের চাঁন পুরস্থ খছরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকা থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যথা সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তথ্যটি নিশ্চিত করেছেন সুরেজা বেগম ফাউন্ডেশন প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটি ও সুরেজা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গণি।