সুনামগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক সভা অনুষ্ঠিত

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
এসময় বার্ষিক পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি।
মুক্ত আলোচনাপর্বে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আব্দুস সাত্তারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে উন্নয়ন সংস্থা ‘সূচনা কর্মসূচি’। সুচনা কর্মসূচির অ্যাডভোকেসি ম্যানেজার শাহিনুর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।