তফসিল ঘোষণার আনন্দে আ.লীগের মিছিল

দোয়ারাবাজার প্রতিনিধি
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আনন্দে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি”র সমর্থনে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দোহালিয়াবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু,উপজেলা আওয়ামীলীগ নেতা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) রফিক উদ্দিন, দোহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সুনুর মিয়া,সিরাজ উদ্দিন, ছবদিল আলম, আব্দুল করিম,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আইন উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া, এমরাজ তালুকদার,অশোক কুমার, সাজিদ মিয়া,হাজী আনোয়ার হোসেন মিষ্টার, সতিশ দেবনাথ,আকিক মিয়া, মকবুল হোসেন, নকুল বাবু,মোঃ শানসুজ্জামান,বাবুল মিয়া,আব্দুল মতিন,নুরুল হুদা,মোসাহিদ আলী, সুনুর আলী,অবনি বাবু,লাল মোহন দাস,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না রানী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিকাশ দাস,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহসভাপতি রুবেল মিয়া, আব্দুল হান্নান, যুবলীগ নেতা আব্দুল হাকিম,সফিক মিয়া,জহুরুল হক,সোরাব উদ্দিন,নুরুল হক,আলী হায়দর, বুরহান উদ্দিন, আবু সালেহ খান, আল আমিন,তাপস দাস, ছাত্রলীগ নেতা একরামুল হক সুহেল, শামসুল ইসলাম, ইয়াহিয়া খান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক।