নারীকে ‘ধ র্ষ ণে র’ পর সিগারেটের আগুনে পোড়ানো হলো হাত
দৈনিকসিলেটডেস্ক
এক ব্যবসায়ীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। ধর্ষণের পর অভিযুক্তরা ওই নারীকে সিগারেটের আগুন দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে। ভারতের উত্তর প্রদেশে গত মঙ্গলবার ঘটেছে এমন ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত পাঁচজন ওই ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে কিছু জুয়েলারি, দুই কেজি সিলভার এবং নগদ দেড় লাখ রুপি লুট করে। এ ছাড়া তারা বাড়ির সামনে থেকে একটি স্কুটার নিয়ে পালিয়ে যায় এবং ওই নারীকে একটি কক্ষে আটকে রাখে।
রাজ্যের বিজোরের নাগিনা দেহাত জেলার ওই ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। তখন মা ও সন্তানদের নিয়ে ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন ব্যবসায়ী। অভিযোগে ব্যবসায়ী লিখেছেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই পাঁচ ব্যক্তি প্রতিবেশীর ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা আমার স্ত্রীকে মারধর করে এবং তাকে জিম্মি করে ঘরে ঢুকে।’
ব্যবসায়ী দাবি করেন, ‘কাপড়ে কিছু মিশিয়ে আমার স্ত্রীর নাকের কাছে আনলে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সে যখন টের পায় ততক্ষণে তাকে বেঁধে রাখা হয়েছিল। এ ছাড়া স্ত্রীকে ধর্ষণের পর তার হাত সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’
ইতিমধ্যে পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করেছে। এ ঘটনার তদন্ত করতে তিনটি টিম গঠন করা হয়েছে।