সিলেটে নাশকতাকারীদের তথ্য দিলেই পুরস্কার

দৈনিকসিলেটডেস্ক
সিলেটে নাশকতাকারীদের তথ্য দিলেই পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ। যেকোনো ধরনের নাশকতার তথ্য মহানগর পুলিশের কন্ট্রোল রুম ও ৬ থানার ওসিদের দিয়ে সহযোগিতা করলেই মিলবে এই পুরস্কার। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ এই ঘোষণা দিয়েছেন।
এসএমপির কমিশনার বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে পুলিশ। অপরাধী যে-ই হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পুলিশকে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের তথ্য দিলে পুরস্কার হিসাবে তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং কোনোভাবেই তথ্যদাতার পরিচয় প্রকাশ করা হবে না। নাশকতার তথ্য পুলিশ কন্ট্রোল রুম ও মহানগর পুলিশের ৬ থানার থানার ওসিকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
এসএমপির কন্ট্রোল রুমের নাম্বার ০১৩২০০৬৯৯৯৮ ছাড়াও কোতোয়ালি থানা ০১৩২০০৬৭৫৬৮, এয়ারপোর্টে থানা ০১৩২০০৬৭৬২০, জালালাবাদ থানা ০১৩২০০৬৭৫৯৪, মোগলাবাজার থানা ০১৩২০০৬৭৭১৪, শাহপরান থানা ০১৩২০০৬৭৭৪০ ও দক্ষিণ সুরমা থানা ০১৩২০০৬৭৬৮৮।