ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হা মা স

দৈনিকসিলেটডেস্ক
ইসরায়েলকে নতুন করে হঁশিয়ারি দিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ চায়, তবে আরও শক্তিশালী হয়ে জবাব দেবে হামাস।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।
ইসমাইল হানিয়া বলেন, যদি শত্রুপক্ষ দীর্ঘ যুদ্ধ করতে চায়, তবে আমাদের লড়াইয়ের ক্ষমতা আমাদের শত্রুর চেয়েও দীর্ঘ। জনগণের অবিচল মনোভাব এবং ইসরাইলি সেনাবাহিনীর সক্ষমতা দুর্বল করতে প্রতিরোধ দলগুলোর সমন্বয়ের প্রশংসাও করেন ইসমাইল।
হামাস কারও নাম উল্লেখ না করলেও আঞ্চলিক মিত্রদের সমর্থনের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, কৌশলগত ভারসাম্যের মাধ্যমে এই যুদ্ধে অবদান রাখা প্রতিরোধ ফ্রন্টকে আমি স্যালুট জানাই।
গাজায় অভিযান শুরুর পর থেকে তিনি ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েল-লেবানন সীমান্তে একাধিক আক্রমণ করছে।