সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নি-হ-ত

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাহবুব আলম চৌধুরী (৩৫) নামের এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে দিরাই পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের কাছে দিরাই-মদনপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তিনি শাল্লা উপজেলার শাল্লা গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত মাহবুব চৌধুরী একজন ফার্মেসি ব্যবসায়ী। দিরাই’র নতুন কর্নগাঁও বাজারে তার দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় রাতে দোকান থেকে দিরাই শহরের বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি।
পথচারীরা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে এখনো জানা যায়নি। আমরা কারণ উদঘাটনে কাজ করছি।