নৃবিজ্ঞান অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে ‘ক্যারিয়ার কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৭ নভেম্বর) শিক্ষাভবন ডি এর ১০০৬ নং কক্ষে দিনব্যাপী স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্যারিয়ার বিষয়ক কর্মশালাটি গবেষণা ও উন্নয়ন, ব্যাংকিং চাকরি , শিল্পোদ্যোগ ও সরকারি চাকরি মোট চারটি পর্বে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সহযোগী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মুরশিদ হাসান স্বপনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া ও অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারী, বিভিন্ন রিসার্চ ইন্সটিটিউটের অ্যালাইমনাই সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যালামনাইয়ের সভাপতি সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সম্পর্ক গড়ে তুলতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে চাকরি নিয়ে দুশ্চিন্তা না করে আগ্রহের ফিল্ডে যাতে ঢুকতে পারে সেজন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সরকারি, বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এবার ক্যারিয়ার কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ধরনের কর্মশালায় শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করছি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।