বালাগঞ্জে ইসকন শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের অন্নকূট উৎসব
বালাগঞ্জ প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জে ইসকন শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের অন্নকূট উৎসব পালিত। শনিবার (১৮ নভেম্বর) বালাগঞ্জ শ্রী শ্রী মদন মোহন জিউ আশ্রমের প্রাঙ্গনে গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়।
ভোর সাড়ে চারটায় মঙ্গল আরতি, সকাল সাড়ে সাতটায় দর্শন আরতি ও গুরুপূজা, দশটায় কীর্তন মেলা পরিবেশনায় সিলেট ইসকনের প্রচার বিভাগের মহামন্ত্র বিষ্ণুনাম দাস ব্রম্মচারী, দুপুর বারটায় ভোগরাগ ও ভোগ আরতি কীর্তন, সাড়ে বারটায় ভাগবতীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের সভাপতি শ্রীমান রঞ্জন কানাই দাস।
সিলেট ইসকন ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল শ্রীমান পদ্মলোচন শ্যাম দাসের সঞ্চালনায় আর্শীবাদক সিলেট ইসকনের সহ সভাপতি ও সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রী শ্রী মৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান অতিথি সিলেট ইসকনের সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রম্মচারী।বিশেষ অতিথি বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি ও ধর্মানুরাগী বিজন কুমার ধর, ইউপি সদস্য জয়দ্বীপ চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক নয়ন তালুকদার,বালাগঞ্জ ইসকনের উপদেষ্টা কীর্তনীয়া রতীশ চন্দ্র দাস, এস আই জহর লাল দত্ত আলোচবৃন্দ ইসকন জগন্নাথ মন্দিরের পরিচালক শ্রীপাদ পান্ডব গোবিন্দ দাস ব্রম্মচারী, ইসকন নামহট্রের বিভাগীয় সহ পরিচালক শ্রীপাদ সুনন্দন কানাইয়া দাস ব্রম্মচারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীপাদ সনৎ সনন্দ দাস ব্রম্মচারী, সিলেট মহানগর নামহট্রের সাবেক সভাপতি শ্রীমান আদি অনন্ত নিতাই দাসাধিকারী, সাদেকপুর টাহার বহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমান ধরনীধারন দাস ব্রম্মচারী প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন ।
শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের সাধারণ সম্পাদক শ্রীমান পরমেশ্বর ব্রজবিহারী দাস। পরে মহাপ্রসাদ বিতরন এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় দীপদান ও পারমার্থিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যপক ভক্তের সমাগম ঘটে।