আমাদের প্রকৃত দরদি শেখ হাসিনা: পরিকল্পনা মন্ত্রী
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আমরা যে নজিরবিহীন উন্নয়ন করেছি বিএনপিও তা অস্বীকার করতে পারবে না। কয়েক বছরে আমাদের ভাটি অঞ্চলেও অনেক উন্নয়ন কাজ হয়েছে। আমাদের যদি শত্রুও থাকে,আমাদের পছন্দ করে না, ঢিলঢাল মারে, আগুন জ্বালায়, অবরোধ দেয়, সেই বিএনপিও কিন্তু এটি অস্বীকার করতে পারবে না। যা চোখে দেখা যায়, সেটা কীভাবে অস্বীকার করবে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন-আমরা ভাটির মানুষ, গ্রামের মানুষ, আমরা বুঝে গেছি আমাদের প্রকৃত দরদি শেখ হাসিনা। সুতরাং আমাদের নিজের স্বার্থেই আমাদের দরকার শেখ হাসিনার সরকার”।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং পার্বতীপুর সদরপুর কামরুপদলং গ্রামের রাস্তার ৬০ মিটার গার্ডার ব্রীজের উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ এলাকার ব্যক্তিবর্গ এ সময় ছিলেন।
মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমাকে বিবেচনা করবেন। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আমার অনেক বয়স হয়েছে রোগও হয় মাঝে মাঝে। আপনারা আমাকে বিবেচনা করবেন। ভুল-ভ্রান্তি করলে মাফ করে দেবেন। আর যদি এলাকার মোটামুটি উপকার করে থাকি, আল্লাহর ওয়াস্তে আমাকে বিবেচনা করবেন।’
ভোটারদের উদ্দেশ্যে এম.এ মান্নান এমপি বলেন,আপনারা গ্রামের মানুষ, গ্রামেই বসবাস করেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা গ্রামের নেতা। আপনাদের কথা সাধারণ মানুষে শোনে, বিশ্বাস করে। সত্য কথাটা বলবেন, কারো কুপরামর্শে আমরা নিজের ক্ষতি করব না।