সুনামগঞ্জে হাওর প্রকল্প বিষয়ক সেমিনার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘হাওর প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও হাওর প্রকল্পের সহকারী পরিচালক মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ বশিরুল আলম। বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় পরিচালক মো. মহিউদ্দিন, জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ সুকদেব সাহা, জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন।
বক্তারা হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এসব বাস্তবায়নের জন্য ইমামগণের সহযোগিতা কামনা করেন। সমাজ থেকে গুজব ও কুসংস্কার দূর করার জন্য এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে ইমামগণের ভূমিকা রাখার আহবান জানান বক্তারাগণ। এসময় বক্তারা জেলার মৎস্য সম্পদ রক্ষার জন্য খাল-বিলের পানি শুকিয়ে মাছ না ধরার সচেতনা বৃদ্ধি করার কথা উল্লেখ করা হয়। একই সাথে রোগ-বালাই দূর করার ক্ষেত্রে বিভিন্ন টিকা এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার বিষয়ে মানুষকে সঠিক তথ্য প্রদানের আহবান জানান ইমাম-মুয়াজ্জিন-খতীবগণের কাছে।
উল্লেখ্য, সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় হাওর এলাকায় জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামগণের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শীর্ষক প্রকল্পটি হাওর অঞ্চলের ৭ টি জেলার ৫৭ টি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। হাওর এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীববৈচিত্র সংরক্ষণ সম্পর্কে উদ্বুদ্ধকরণের জন্য যুগোপযোগী ও আধুনিক বিষয়ের উপর পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে খুতবা পূর্ব আলোচনা বা প্রাক খুতবা প্রণয়ন করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বছরের ৫২ সপ্তাহের জন্য ৫২ টি খুতবা পূর্ব আলোচনা বা প্রাক খুতবা প্রস্তুত করা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য খতীবগণের প্রশিক্ষণও দেয়া হয়েছে। প্রশিক্ষণলদ্ধ জ্ঞান এবং প্রকল্প দপ্তর হতে সরবরাহকৃত প্রাক খুতবার আলোকে বক্তব্য প্রদানের জন্য খতীবগণকে উক্ত প্রকল্পের মাধ্যমে খুতবা প্রতি ১৫০ টাকা হারে ভাতা প্রদান করা হয়ে থাকে।