সাংবাদিক গোলজারের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলালের মাতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বাদ জুম্মা দিগারাইল কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এত উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব জয়নাল আবেদীন ও মরহুমার একমাত্র পুত্র গোলজার আহমদ হেলাল সহ মুসল্লীগণ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, মাহমুদা খাতুন বেশ কয়েকদিন থেকে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন।শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি(মাহমুদা খাতুন) এলাকার এক অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এতদঞ্চলের বিশিষ্ট ও গুণধর ব্যক্তিত্ব মরহুম হাজী আস্রব আলীর একমাত্র কন্যা ও বিশিষ্ট মুরুব্বী মরহুম মুহিবুর রহমানের সহধর্মিণী ছিলেন।
মরহুমার জানাজার নামাজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় দিগারাইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।পরে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।