শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সঞ্চালনের মতবিনিময় অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের নেতারা। রবিবার (১৯ নভেম্বর) বিকাল চারটায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সঞ্চালনের সভাপতি মো. শাহরিয়ার মাহমুদ সুষ্ময়, সহ-সভাপতি জুনাইদ মিসবাহ, সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, , সহকারী সাধারণ সম্পাদক রহিমা পারভীন রুহী, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, অফিস সম্পাদক, শাফিন হোসেন, তথ্য সম্পাদক মো. আরমান মিয়া, মহিলা সম্পাদক হাবিবা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসফাক আলী, সহকারী কোষাধ্যক্ষ শাহরিয়ার তালুকদার সাইমুন, সহকারী ব্লাড সম্পাদক মোছা. জিন্নাতি সিদ্দিকা, সহকারী সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় উপস্থিত ছিলেন। অন্যদিকে শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত, সাধারণ সম্পাদক হাসান নাঈম, যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, দপ্তর সম্পাদক নাইম আহমদ শুভ, কার্যকরী সদস্য আদনান হৃদয়, সাগর হাসান শুভ্রসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের বিভিন্ন মানবসেবাসহ কার্যক্রম নিসন্দেহে প্রশংসার দাবিদার। আপনাদের হাতধরে মানবতার সেবায় ও শিক্ষার্থীবান্ধব নানা কর্মসূচির মাধ্যমে এ সংগঠন আরও এগিয়ে যাবে আশা করি। আর অতীতের মতো শাবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও আপনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চায়। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।