জেলা ও দায়রা জজ মোঃ শমসের আলীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ
দৈনিকসিলেটডটকম
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং সরকারের সাবেক যুগ্মসচিব মোঃ শমসের আলী (সুজা) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিন এমপি।
আজ এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবেক যুগ্মসচিব মোঃ শমসের আলী (সুজা) ১৯ নভেম্বর রবিবার রাত পৌনে নয়টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে মোঃ শমসের আলী ৩ বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোঃ শমসের আলীর জানাজার নামাজ আজ সোমবার বাদ জোহর সিলেটের সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং দরগাহ-ই- হযরত শাহজালাল (রহ.) গোরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, মরহুম মোঃ শমসের আলী পিতা ছিলেন সিলেটের ৫নং টুলটিকর ইউনিয়নের সাবেক ৫ বারের চেয়ারম্যন আজহর আলী টেপু মিয়া। তিনি ছিলেন সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর ভাগনে।
মরহুম মোঃ শমসের আলী সিলেটের মুন্সেফ কোর্টের বিচারক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। অবসর জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।