আব্দুল বাছিরের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
চিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির। সোমবার দুপুরে উপজেলার পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার লাখো জনতা।
মরহুমের ছেলে ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ জানান, রোববার রাত ১০টা ৩০মিনিটে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর । তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। জানা গেছে, আব্দুল বাছির ১৯৩২ সালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন, তাঁর পিতার নাম শুকুর উল্লাহ। তিনি দীর্ঘ ৮ বছর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। একজন সালিস ব্যক্তিত্ব হিসাবে উত্তর সিলেটে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।
রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো নির্মাণে রয়েছে ব্যাপক অবদান। উপজেলা শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও রয়েছে তাঁর বিশেষ অবদান। কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের দাতা সদস্য তিনি। এছাড়া ইমরান আহমদ কারিগরি কলেজের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমিটির সভাপতি, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা ও দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ, পাড়ুয়া শাহী ঈদগাহ নির্মাণ, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিভুক্ত ও তৎকালীন স্পীকারের সহযোগিতায় ভবন নির্মাণ, জামিউল উলুম নুরীয়া পাড়ুয়া বটেরতল মাদ্রাসা প্রতিষ্ঠায় ভূমিকা, পাড়ুয়া শাখা ডাকঘর, ইউনিয়ন ভূমি অফিস, পাড়ুয়া ভোলাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে ভূমিকা পালন করেন। এদিকে চেয়ারম্যান আব্দুল বাছির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের উপ দফতর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।