সিলেট-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানী নগর) আসনে নির্বাচন করার লক্ষ্যে দলীয় টিকেট পেতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এখন পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন প্রার্থী ।তবে এ সংখ্যা আরো বাড়তে।
রবিবার বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউ এ দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মাদক নির্মূল কমিটি (মানস)এর প্রতিষ্ঠাতা ও সভাপতিও আওয়ামীলীগ নেতা ড: অরূপ রতন চৌধুরী,সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আব্দুল গণি। মনোনয়ন ফরম সংগ্রহ করা মোহাম্মদ আব্দুল গণি তার মুঠোফোনে সাংবাদিকের সাথে আলাপকালে বলেন,দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানী নগর) আসনে দলীয় মনোনয়ন দেন তাহলে আমার এলাকার মানুষের জন্য আরোও বেশি করে কাজ করতে পারবে এবং মানুষের দূঃখ,কষ্টের কথা তিনির কাছে বলতে পারবো।